বোলিং র্যাঙ্কিংয়ে পঞ্চমে সাকিব
Published: 2015-12-12 12:31:56
জিম্বাবুয়ের বিপক্ষে ভালো বোলিংয়ের পুরস্কার হিসেবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। আইসিসির ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন বিশ্বের সেরা অলরাউন্ডার। নবম থেকে চার ধাপ উপরে এসে অস্ট্রেলিয়ার মিচেল জনসনের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে সাকিব।
সর্বশেষ প্রকাশিত আইসিসির র্যাঙ্কিং প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
র্যাঙ্কিংয়ে সাকিবের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৮০। তার সঙ্গে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জনসন সমান পয়েন্ট পেয়েছেন।
আর ৭৭০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষ স্থানে পাকিস্তানের সাঈদ আজমল। ৭৫৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন দ্বিতীয়। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন (৬৯৯ পয়েন্ট) ও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৬৮৩ পয়েন্ট)।
হোম সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে সাকিব ১২.৩৬ গড়ে নেন ১১ উইকেট। সেরা ৪/৪১। সাকিবের বোলিং মোকাবিলায় পুরো সিরিজে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ছিলেন অসহায়।
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো বোলিং করায় অধিনায়ক মাশরাফি নয় ধাপ উন্নতি করে দেশসেরা পেসার ২১তম স্থানে উঠে এসেছেন।