চ্যানেল সিক্সটিন এর সম্প্রচার বন্ধ করে দিলো তথ্য মন্ত্রণালয়
Published: 2015-12-12 13:03:25
তথ্য মন্ত্রণালয় চ্যানেল সিক্সটিন (চ্যানেল ১৬) এর সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার বিকেলে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিটিআরসিকে অনুরোধ জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।
তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখার সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আকতারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এই তথ্য জানা যায়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইনসাইট টেলিকাস্ট লিমিটেডের প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত চ্যানেল সিক্সটিনকে তথ্য মন্ত্রণালয় থেকে দেওয়া পরীক্ষামূলক সম্প্রচারের মেয়াদ শেষ হয় ২০১৩ সালের ৩০ নভেম্বর । এরপর চ্যানেল সিক্সটিন-এর পক্ষে সম্প্রচারের মেয়াদ আর বাড়ানো হয়নি।
চ্যানেল সিক্সটিন নামের কোনো টেলিভিশন চ্যানেল যাতে পরিচালিত না হয় সে লক্ষ্যে তথ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে অনুরোধ জানিয়েছে ।