সিনে ম্যাগাজিনের কাভারে টপলেস ম্যাডোনা
Published: 2015-12-12 12:54:44
টপলেস ছবি তুললেন পপ কুইন ম্যাডোনা। একটি সিনে ম্যাগাজিনের কাভার পেজের জন্য ম্যাডোনার এই টপলেস ছবি । একই সাথে ম্যাগাজিনে একটি সাক্ষাৎকারও দিয়েছেন ৫৬ বছরের এই তারকা। সাক্ষাৎকারে অতীতে তাঁর মাদকাসক্তি সম্পর্কে অনেক কথা বলেছেন। জানিয়েছেন, মায়ের আকস্মিক প্রয়াণের পর কীভাবে তাঁকে মৃত্যুচেতনা গ্রাস করে ফেলেছিল। এই ম্যাগাজিনের জন্য ম্যাডোনার ছবি তুলেছেন মার্ট আলাস এবং মার্কাস পিগোট ।
সাক্ষাত্কারে ম্যাডোনা বলেন, চেতনার কোনও উচ্চ স্তরে বা ভগবানের কাছে পৌঁছনোর কথা ভেবে মানুষ মাদক ব্যবহার করে। কিন্তু এটা সম্পূর্ণ ভূল ধারনা। আর এই ধারনার বশবর্তী হয়ে মাদক ব্যবহার শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয় মানুষকে । ম্যাডোনা জানিয়েছেন, তিনি ওই কুঅভ্যাস থেকে বেরিয়ে আসতে পেরেছেন। মাত্র ৬ বছর বয়সে মাকে হারিয়েছিলেন ম্যাডোনা। এই ঘটনার পরেই তিনি মৃত্যু চেতনায় আচ্ছন্ন হয়ে পড়েছিলেন এবং এক পর্যায়ে হয়ে পড়েন মাদকাসক্ত ।