সংবাদকর্মীদের হাতে সকালের খবরের সম্পাদক লাঞ্ছিত
Published: 2016-05-19 12:21:19
বিনা নোটিশে সাংবাদিক ছাঁটাই ও অশোভন আচরণের জন্য সংবাদকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন দৈনিক সকালের খবরের সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু। পত্রিকাটির বিশেষ প্রতিনিধি প্রতীক ইজাজ ও স্পোর্টস বিভাগের বিশেষ প্রতিনিধি আপন তারিককে ডাকযোগে অব্যাহতিপত্র পাঠানোর খবর বৃহস্পতিবার জানাজানির পর ঘটে এ ঘটনা ।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মরত একাধিক সাংবাদিক জানান, প্রতীক ইজাজ অসুস্থতার কারণে গত কয়েক দিন ধরে ছুটিতে ছিলেন। সুস্থ হয়ে বৃহস্পতিবার অফিসে এলে প্রতীক ইজাজকে জানানো হয় যে, তাকে ও আপন তারিককে অব্যাহতিপত্র পাঠানো হয়েছে। এ ঘটনা জানার জন্য প্রতীক ইজাজ ও আপন তারিক সম্পাদকের রুমে গেলে তিনি তাঁদের সাথে অশোভন আচরণ করেন। এ নিয়ে উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে সকালের খবরের রিপোর্টিং বিভাগসহ অন্যান্য বিভাগের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিবাদ জানান এবং সম্পাদককে ঘেরাও করেন। ওই সময় সকলে তার পদত্যাগ দাবি করেন। এ সময় মোজাম্মেল হোসেন মঞ্জুর সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে উপস্থিত সাংবাদিকরা জানান ।
জানা গেছে, বিষয়টি নিয়ে সন্ধ্যায় সম্পাদকের সঙ্গে বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
সকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক আজমল হক হেলাল বলেন, 'দুইজন প্রতিবেদককে অব্যাহতিপত্র পাঠানোর বিষয় নিয়ে উত্তপ্ত ঘটনা ঘটেছে। পরে কর্তৃপক্ষ এসে মোজাম্মেল হোসেনকে উদ্ধার করে নিয়ে গেছেন।' তিনি আরও বলেন, 'এই সম্পাদক যোগ দেয়ার পর থেকে পত্রিকাটিতে অস্থিরতা বিরাজ করছে।’
সকালের খবরের সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু বলেন, ‘বহু অফিসে এ রকম ঝগড়াঝাটি হয়, এটা তেমন কিছু না। আমাদের অফিসেও এ রকম ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘বাসা-বাড়িতেও এ রকম ঘটনা ঘটে। এটা মিটমাট হয়ে গেছে। আর এ নিয়ে নিউজ হওয়ার মতো কিছু হয়নি।’
তবে পত্রিকাটিতে কর্মরত একাধিক সাংবাদিক রাতে জানান, কোনো মিটমাট হয়নি। এ বিষয়টি নিয়ে রোববার মালিক পক্ষের সঙ্গে সম্পাদকের বৈঠক হবে। সুত্রঃ দ্য রিপোর্ট