জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু
Published: 2020-01-20 14:35:26
ছাত্রলীগ, ছাত্রলীগ, ছাত্রলীগ।
আসলে বাংলাদেশ মানেই ছাত্রলীগ।
কিন্তু ছাত্রলীগ যথাযথ সম্মান টুকু পাবেনা,
ছাত্রলীগ কর্মী বড় বড় নেতাদের কাছে নেহাত
একটা বস্তু মাত্র, জামাত-বিএনপির চক্ষুশুল,
আর সুশীলের কাছে বখাটে।
আত্মীয়স্বজনের কাছে ঘর ছাড়া সবচেয়ে অবহেলার পাত্র,পাড়ার বড়দের কাছে বেয়াদব ছেলে,
মেয়েদের কাছে বিরক্তিকর নাম। মেয়ের ভাইয়ের কাছে নোংরা মানসিকতার,গুন্ডা,সন্ত্রাসী!
শত বিসর্জনের হৃদয় স্পর্শী অবিরাম
রক্তক্ষরনের নাম ছাত্রলীগ......!
নেতার নেহাত বস্তুটি তখনই দরকার পড়ে
যখন নেতার মাঠ দখলের প্রয়োজন,
নিজের অস্তিত্ব টিকানো প্রয়োজন হয়।
যখন কোনো লোক বিপদে পড়ে তখন ঐ সুশীলরা চেয়ে থাকে অন্য কেউ আসুক তখন কাছে এসে দাঁড়ায় সুশীলের কাছে বখাটে নামক ছাত্রলীগই।
যখন সেই ঘর ছাড়া ছেলেটি ছড়াই উতরাই পেরিয়া গন্তব্যে পৌছাবে তখন আপনি উনাদের কলিজার টুকরা হয়ে যাবেন,আর পাড়ার বড়দের ছোটদের বিপদে সেই বেয়াদব ছাত্রলীগ ছেলেটা ছাড়া আর
কেউ পাশে আসে না।
আর নেতা দের কথা না বলে তো পারা যায় না উনারা
যখন সমস্যার মুখোমুখি হন তখন সেই বিরক্তিকর ছাত্রলীগেরই কাছেই আসে।
আরে ভাই এখনও চিন্তা করেন
প্রত্যেকটা ছাত্রলীগ কর্মী কি কষ্ট করে???
পরিবার থেকে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার টাকা দিয়ে রাজনৈতিক কাজ কর্ম চালায়।
চিন্তা ধারা কে প্রসারিত করুন, ছাত্রলীগ কখনও বেঈমানি করে না, নিজ স্বার্থের চিন্তা করে না।
ফরিদপুর ১ আসনের মধুখালি বোয়ালমারি আলফাডাঙ্গা,এই তিন উপজেলায় ছাত্রলীগের কমিটি হয় না প্রায় দুই যুগ,ফরিদপুর ১ আসনে কেন্দ্রীয় বড় বড় নেতা থাকার পরেও কেনো কমিটি হয় না,কারন আসলে নেতারা চাই না যে ছাত্রলীগের কমিটি হোক,ফরিদপুর ১ আসনে, এতো হেভিওয়েট নেতা থাকার পরেও কমিটি নেই।
বি:দ্র: আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে গত ১৩/৭/২০১৯
ফরিদপুর ১-আসনের ৩ টি উপজেলায় নতুন কমিটি চাই।
কারণ আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক।
আমি গর্বিত আমি ছাত্রলীগ কর্মী "
জয় বাংলা জয় বঙ্গবন্ধু